Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

  যুব  উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলার সার্বিক কার্যক্রম এর তথ্যাদি নিম্নে সিটিজেন চার্টারে লিপিবদ্ধ করা  হইল ।

 

ক) বেকার যুব সমাজ ও বেকার জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করণ, অর্থ সামাজিক বিষয়ে জ্ঞান অর্জন ও বিভিন্ন ট্রেডে দক্ষতা বৃদ্ধি মুলক স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করা হয়।

 

খ) প্রশিক্ষণ শেষে গৃহীত প্রকল্পের অনুকুলে যুব ঋণ ও গ্রুপ ভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে বেকার যুব সমাজ ও বেকার জনগোষ্ঠীকে আত্নকর্মসংস্থানে নিয়োজিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা।

 

এছাড়া বেকার যুব ও যুব মহিলাদের উপজেলা/থানা কার্যালয়ের মাধ্যমে পশু পালন, হাঁস-মুরগী, কৃষি এবং ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদী (৭-৩০দিন) ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উল্লেখ্য যে, ভ্রাম্যমান প্রশিক্ষণের জন্য কোন প্রকার ভর্তি ফি বা কোর্স ফি এর প্রয়োজন হয় না। লালমনিরহাট জেলা কার্যালয়ের আওতাধীন এ পর্যন্ত মোট  ২৫৮০১ জনকে বিভিন্ন ট্রেডে ভ্রাম্যমান প্রশিক্ষণ (অপ্রতিষ্ঠানিক) ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। লালমনিরহাট জেলায় এ পর্যন্ত ২৫৯৯ জন প্রশিক্ষিত যুব ও যুবমহিলা বিভিন্ন বিষয়ে প্রকল্প গ্রহন করে আত্নকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মকর্মী হয়েছে।

 

ইতোমধ্যে জুলাই/২০০৮ হতে প্রশিক্ষনের মান উন্নয়ননের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কোন কোন কোর্সের নাম ও ক্যারিকুলাম পুর্নবিন্যাস করা হয়েছে। যেমন-দপ্তর বিজ্ঞান ওস্টোনো টাইপিং কোর্স-এর নাম ও ক্যারিকুলাম পরিবর্তন করে মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটারএ্যাপ্লিকেশন নামকরণ করা হয়েছে এবং ব্লক প্রিন্টিং ও বাটিক প্রিন্টিং এর নাম ও ক্যারিকুলাম পরিবর্তন করে ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং নামকরণ করা হয়েছে।    

সেবা কর্মসুচী সম্পর্কিত তথ্যাদিঃ

 

প্রশিক্ষণও আত্মকর্মসংস্থান কর্মসূচীঃ

ক) প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় জেলা কার্যালয়ে বেকার যুব ও যুবমহিলাদেরকে পোষাক তৈরী ,মৎস্য চাষ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

খ) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা প্রদান এবং উপযুক্ত ক্ষেত্রে ঋণ সহায়তা প্রদান করা হয়।

গ) উপজেলা কার্যালয় সমূহ স্বল্পমেয়াদী বিভিন্ন বিষয়ে অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান এবং ঋণ প্রদান কার্যক্রম বাসবায়ন করে।

ঘ)প্রত্যেক যুব ও যুবমহিলাদেরকে এককভাবে অপ্রাতিষ্ঠানিক ঋণ(৫.০০০ হতে ২৫.০০০)টাকা  এবং প্রাতিষ্ঠানিক ঋণ(২৫.০০০ হতে ৫০.০০০)টাকা প্রদান করা হয়।

 

যুব প্রশিক্ষণ কেন্দ্রঃ

 

যুব প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় বেকার যুবক/যুব মহিলাদের গবাদি পশু,হাঁস-মুরগী/মৎস্য চাষ ও কৃষি বিষয়ক আবসিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

কারিগরী প্রশিক্ষণঃ

 

কারিগরী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় বেকার যুবক/যুব মহিলাদের জেলা কার্যলয়ে বেসিক কম্পিউটার কোর্স,ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং,ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং বিষয়ে (অনাবাসিক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

যুব সংগঠনকে অনুদান প্রদানঃ

দেশের অর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে ১৯৮৯ অর্থ বছর হতে বেসরকারী স্বচ্ছাসেবী যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুদান প্রদান করা হয়ে থাকে।

 

যুব সংগঠন তালিকাভূক্ত করণঃ

 

জাতীয় উন্নয়নে যুব সংগঠনকে বলিষ্ঠ ভূমিকা পালনের লক্ষে ১৯৯৫-১৯৯৬ অর্থ বছর হতে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমুহকে যুব উন্নয় অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্তি করণ শুরু হয়। উক্ত যুব সংগঠনকে তালিকাভুক্ত করনের সকল পরামর্শ অত্র কার্যালয় হতে প্রদান করা হয়।

 

কমনওয়েলথ যুব পুরুষ্কার প্রদানঃ

 

যুব/যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, যুব মহিলাদের উন্নয়ন মূলক কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য যুব/যুব সংগঠকে কমলওয়েলথ ইয়ুথ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জাতীয় যুব পুরম্নস্কার প্রদানঃ

 

যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করে আত্মকমসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টামত্ম স্থাপন করতে পারেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয়  যুব পুরস্কার প্রদান করা হয়।

ঋন সবাসমুহ(রাজস্ব/উত্তরবঙ্গ

রাজস্বঃ যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত  ধরন প্রাতিষ্ঠানিক ঋনের পরিমান ৫০.০০০-১,০০০০০ ঋনের মেয়াদ ২বছর, ২বছর ৬মাস,৩ বছর। সাভিস চার্জ(হার) ১০% । অ-প্রাতিষ্ঠানিক ৩০,০০০-৫০,০০০ ময়াদ ২ বছর রচা ১০%। অ-প্রাতিষ্ঠানিক ঋনের পরিমান ২৫,০০০ঋনের মেয়াদ ২ বছর চার্জ ১০%। ঋন তথ্যাদি স্ব-স্ব উপজেলায় যোগাযোগ করতে হবে।

 

 

 

ছবি


সংযুক্তি